মূলনিবাসী মিশন
  নতুন খবর
 

 

MENU HOMEPAGE ABOUT 

 

অনার্যদের ইতিহাস

-------------------------

          ✩ অনার্য শব্দটি আর্য শব্দের বিপরীত শব্দ হিসাবে ব্যবহৃত হয় ৷ বাংলা অভিধান অনুসারে আর্য শব্দের অর্থ হল—  সভ্য, শ্রেষ্ঠ, পূজ্য, গুরু, ধার্মিক, প্রভু প্রভৃতি ৷ পাশাপাশি অনার্য শব্দের অর্থ হল— অভদ্র, অসাধু,অসৎকূলজাত,অপূজ্য প্রভৃতি ৷  অনার্য শব্দটি মূল শব্দ নয় ৷ মূল শব্দটি হল আর্য ৷ ভারতে যারা আর্য নয় তাদের সম্বন্ধে আর্য শব্দের বিপরীত হিসাবে অনার্য শব্দটির ব্যাপক ব্যবহার প্রচলিত আছে ৷ 


                ❄ অনার্য কারা ?  ❄
         3/4 হাজার বছর পূর্বে ভারতের উত্তর পশ্চিম  সীমান্ত অতিক্রম করে বাইরে থেকে একদল লোক আমাদের ভারতকে আক্রমণ করে গোটা ভারত দখল করে নিয়েছিল ৷ তারা নিজেদেরকে আর্য বলে পরিচয় দিয়েছিল ৷ ঐ আর্যরা হল বিদেশী ৷ ঐ বিদেশী আর্যরা ভারতে এসে ভারতীয়দেরকে আক্রমণ করে ভারতবাসীকে পরাজিত করে সম্পূর্ণ ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল ৷ তারা তাদের নিজেদের 'আর্য ' নামে পরিচিত করেছিল আর, তাদের বিপরীত হিসাবে মূলনিবাসী ভারতবাসীদেরকে অনার্য নামে পরিচিত করেছিল ৷ অনার্যরাই হল শূদ্র ৷ 

     এখন বোঝা গেল যে অনার্যরা হল ভারতের মূল অধিবাসী বা আসল  মূলনিবাসী ৷ এই অনার্যরা বর্তমান ভারতের সংখ্যাগরিষ্ঠ অংশ ৷ এরা এখন বহুভাগে বিভক্ত হয়ে  আছে ৷  বরং বলা ভালো যে অনার্যদেরকে বিভক্ত করে রাখা হয়েছে ৷ divide & rule. পলিশির উদ্ভাবক ইংরেজ নয় ৷ ইংরেজরা তো এই সেদিন ভারতে এসেছিল ৷ প্রায় 3/4 হাজার বছর পূর্বে আর্যরা এদেশে শাসন ক্ষমতা দখল করে divide & rule পলিশি মূলনিবাসী ভারতীয় দের উপর প্রয়োগ করেছিল ৷ তাহলে অনার্য কারা  ?  যারা ব্রাহ্মণ নয়,  ক্ষত্রিয় নয়, বৈশ্য ও নয় তারা হল অনার্য ৷ তাদের বিস্তারিত পরিচয় হল—  Sc, St, Obc & Minorities.  অর্থাৎ তফসিলী জাতি, তফসিলী উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি,  মুসলমান, খৃষ্টান, শিখ, বৌদ্ধ ও জৈন প্রভৃতি ৷ এই সমস্ত জাতি, বর্ণ ও গোষ্ঠীর লোকেরা সকলেই  হল অনার্য বা এক কথায় শূদ্র মূলনিবাসী জনগণ ৷ এরা জন- সংখ্যায় হল - 85%   ৷ এদের মধ্যে তফসিলী জাতি, তফসিলী উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির লোকেরা হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত ৷ আর বাদবাকী যারা মুসলমান, খৃষ্টান, শিখ, বৌদ্ধ ও জৈন প্রভৃতি ওরা ও এক সময় ব্রাহ্মণদের নেতৃত্বাধীন হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত ছিল কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় আজ তারা ব্রাহ্মণদের চক্রব্যুহ থেকে মুক্ত ৷

      কয়েক হাজার বছরের ইতিহাসের আলোকে বর্তমান বিশ্লেষণ হল — "ভারতের দলিত-মথিত-নিপীড়িত-নির্যাতিত-অধিকার বঞ্চিত-মজলুম জনগোষ্ঠী, যাদের সরকারী খাতায় নাম হল- হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ,ও জৈন প্রভৃতি ৷ এদের ইতিহাস সম্মত নাম হল- শূদ্র, নমশূদ্র, অতিশূদ্র, অস্পৃশ্য, জলচল শূদ্র, জলঅচল শূদ্র, অচ্ছ্যুৎ, চণ্ডাল, দাস, দস্যু, অসূর, রাক্ষস প্রভৃতি ৷ আর সংবিধান সম্মত নাম হল- Sc, St, Obc & Minorities . বর্তমান গবেষকদের মতে এই অনার্যরা, প্রাচীন ভারতীয়রা, ভারতের আদি অধিবাসীরা, তাদের বর্তমান জনসংখ্যা 85%, এবং তাদেরকে  6500 টি জাতে বিভক্ত করে রাখা হয়েছে ৷ ভারতের বর্তমান শূদ্রদের সবথেকে বড় আন্দোলন বামসেফ আন্দোলন ৷ (BAMCEF) এর মতে এরা সকলেই মূলনিবাসী ৷ এই বামসেফ আন্দোলনের বিপ্লবী শ্লোগান হল-"জয় মূলনিবাসী"  অর্থাৎ মূলনিবাসী জনগণের জয় হোক ৷

          ইতিহাসের আলোকে আমার অভিমত হল—অনার্যরা যেহেতু আসল ভারতীয় এবং তারা সংখ্যাতেও 85% , তাহলে স্বাধীন ভারতে তাদের কোন উল্লেখযোগ্য ভূমিকা থাকবেনা কেন  ? বর্তমান ভারতে যত সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন আছে তার সবগুলিই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ৷ অনার্যরা, শূদ্ররা, অস্পৃশ্যরা, Sc, St, Obc & Minorities  রা, মুসলমানরা, খৃষ্টানরা, বৌদ্ধরা, এক কথায় সকল মূলনিবাসীদের কোন দল নেই, পার্টী নেই ৷ সামাজিক, রাজনৈতিক, শিক্ষাগত-সাংস্কৃতিক, ও চেতনা- বৃদ্ধিকারী কোন আন্দোলন নেই ৷ সম্মান, মর্যাদা, অধিকার, দায়িত্ব,  কর্তব্য, প্রতিষ্ঠা, সমানাধিকার, মানবাধিকার, নেতৃত্ব, কর্তৃত্ব প্রভৃতি কোন বিষয়ের প্রতি আগ্রহ নেই আর উৎসাহ ও নেই ৷ গ্রীক দার্শনিক এ্যারিষ্টোটল বলেছেন— "যে অপরের দ্বারা পরিচালিত হয় সে ক্রীতদাস ৷ " এই কথা অনুযায়ী ভারতের অনার্যরা, শূদ্ররা, অস্পৃশ্যরা মুসলমানরা, খৃষ্টানরা ও বৌদ্ধরা এখনও এরা সকলেই আর্যদের দাস, ক্রীতদাস ও গোলাম ৷ কারণ স্বাধীন ভারতেও অনার্যরা ব্রাহ্মণদের দ্বারা প্রশিক্ষিত প্রতিপালিত ও পরিচালিত ৷ 

          সমস্যা যখন গোলামী ,  সমাধান  তখন আজাদী ৷ এই অনার্যদের উদ্ধার, পথপ্রদর্শন ও সুপথে পরিচালিত করার উদ্দেশ্যে গঠিত হয়েছে বামসেফ ( BAMCEF ) নামে এক অরাজনৈতিক সংগঠন ৷ এই সংগঠনের শাখা সংগঠন হিসাবে প্রায় 49 টি সংগঠন তৈরী হয়েছে ৷ মারাঠী, গুজরাঠী ও হিন্দী ভাষায় দৈনিক পত্রিকা প্রকাশনা শুরু হয়েছে ৷ গোটা ভারতের সঙ্গে প: বাংলাতেও এই আন্দোলন সক্রিয় আছে ৷ ভারতে এই একটি মাত্র সংগঠন আছে যেটা ব্রাহ্মণ বর্জিত ৷ ব্রাহ্মণরা জালেম-অত্যাচারী-শোষক ৷ তাই তাদেরকে বাদ দিয়েই তাদের বিরুদ্ধে এই গণতান্ত্রিক আন্দোলন ৷ এই আন্দোদলনের প্রাণ পুরুষ হলেন স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা ড: বি আর আম্বেদকর ৷ এর নেতা হলেন মাননীয় ওয়ামান মেশরামজী ৷ এর কর্মসূচী হল ভারতের সংবিধান ৷ এর কর্ম পদ্ধতি হল গণতাণ্ত্রিক শাসজন প্রণালী ৷ এর সমর্থক, কর্মী ও ভোটার হল স্বাধীন ভারতের 85% নাগরিক ৷ এর অর্থ প্রদানকারী হল 85% জনগণ ৷ এর শ্লোগান-মিছিলের রণ হুঙ্কার ধ্বনি হল—" জয় মূলনিবাসী " ব্রাহ্মণ বিদেশী ৷ স্বাধীন ভারতে এই মূলনিবাসী শক্তির উৎস হল জ্ঞান, সংগঠন ও আত্মসম্মান ৷


 
  Today, there have been 2 visitors (3 hits) on this page! Mulnivasi  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free